আন্তর্জাতিক

‘বিউটিফুল মাইন্ড’ গণিতবিদ নাশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গণিতবিদ জন নাশ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নাশের জীবনীর ওপর নির্মিত সিনেমা ‘বিউটিফুল মাইন্ড’ অস্কার পায়। তাই তিনি বিউটিফুল মাউন্ড হিসেবে পরিচিত হয়ে ওঠেন। দীর্ঘদিন তিনি মানসিক রোগে ভুগেছেন।

 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি জানায়, নিউ জার্সিতে তিনি ও তার স্ত্রী এলিসিয়াকে সঙ্গে নিয়ে একটি ট্র্যাক্সিতে করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হন।

 

গণিতের গেম তত্ত্বের প্রবক্তা মাশ অর্থনীতিতে ১৯৯৪ সালে নোবেল পুরস্কার পান। কয়েক সপ্তাহ আগে গণিতের ‘নোবেলখ্যাত’ অ্যাবেল পুরস্কারও পান তিনি।

 

গণিতে অসাধারণ দক্ষতা ও স্কিৎসোফ্রিনিয়া (দীর্ঘদিনের মানসিক সমস্যা) রোগের বিরুদ্ধে তার সংগ্রাম- এই দুইয়ের মিশেলে নির্মিত হয়েছিল সিনেমাটি।

 

ওই সিনেমার অভিনেতা রাসেল ক্রো টুইট করেছেন, ‘নাশ, এলিসিয়া ও তাদের পরিবারের জন্য আমার হৃদয় স্তব্ধ হয়ে গেছে। তারা বিস্ময়কর সহযোগী (পার্টনারশিপ)। বিউটিফুল মাউন্ড, বিউটিফুল হার্ট।’

 

নাশ মানসিক রোগে ভোগার সময় সাহায্য করেন এলিসিয়া।  ফলে পরে দুইজনই মানসিক রোগের প্রখ্যাত পরামর্শক হয়ে ওঠেন।

 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, গাড়িতে চলার সময় তারা দুজনই সিটবেল্ট বাঁধেনি।            

     

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৫/কামরুজ্জামান