আন্তর্জাতিক

তুরস্কে কুর্দিদের আত্মঘাতী হামলা : নিহত ২, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে কুর্দিদের আত্মঘাতী হামলায় দুজন তুর্কি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৭ জন।

 

ডববিসি অনলাইনের এক খবরে বাংলাদেশ সময় সোমবার এ তথ্য জানানো হয়েছে।

 

তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি সামরিক পুলিশ স্টেশনে বিস্ফোরকবোঝাই একটি ট্রাক্টর বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

তুরস্কের ইরানি সীমান্তে অবস্থিত আগ্রি প্রদেশের ডাগুবায়েজিত শহরের সামরিক পুলিশ স্টেশনে হামলা চালায় আত্মঘাতী কুর্দি।

 

২৪ জুলাই থেকে তুরস্ক ও ইরাকে কুর্দি বাহিনীর আস্তানা লক্ষ্য করে অসংখ্য বিমান হামলা চালিয়েছে তুরস্ক। ধারণা করা হচ্ছে, হামলার প্রতিশোধ নিতে আত্মঘাতী হামলা চালিয়েছে কুর্দিরা।

 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ওই ট্রাক্টরে দুই টনের মতো বিস্ফোরক ছিল। একজন কুর্দি ট্রাক্টরটি চালিয়ে আনে। ট্রাক্টরে বেশ কয়েকটি দূর লক্ষ্যভেদী বন্দুক ছিল।

 

এদিকে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

গত মাসে তুরস্কে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির পর জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তুরস্ক। কিন্তু কুর্দি বাহিনী পিকেকে দাবি করছে, তুরস্ক কুর্দিদের ওপরই হামলা চালাচ্ছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/রাসেল পারভেজ