আন্তর্জাতিক

কানাডার সাধারণ নির্বাচন ১৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হারপার।

 

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রী স্টিফেন হারপার গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের প্রতি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের সাধারণ নির্বাচনে গুরুত্ব পাবে নাজুক অর্থনীতি ও নিরাপত্তা ইস্যু। নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকে কানাডীয়রা।

 

হারপারের মধ্য-ডানপন্থি কনজারভেটিভ পার্টি ২০০৬ সাল থেকে ক্ষমতায় রয়েছে। তবে এবারের নির্বাচনে হারপারের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে সন্দেহে রয়েছে। বেশ কিছু ইস্যু নিয়ে বিপদে আছে সরকার।

 

এবার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় শামিল হওয়া প্রার্থীরা ১১ সপ্তাহ নির্বাচনী ক্যাম্পেইন চালানোর সুযোগ পাবেন। এর আগে কখনো রাজনৈতিক দলগুলো এত বেশি সময়ের জন্য নির্বাচনী প্রচার চালাতে পারত না।

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/রাসেল পারভেজ