আন্তর্জাতিক

‘মুসলমান অভিবাসী চায় না হাঙ্গেরি’

আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরি অভিবাসী মুসলমানদের গ্রহণ করতে চায় না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি বলেন, ‘আমাদের দেশে আমরা বিশাল মুসলমান জনগোষ্ঠীকে চাচ্ছি না, সে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের রয়েছে বলে আমি মনে করি।

 

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ওরবান এমন সময় এ মন্তব্য করলেন যখন বৃহস্পতিবার একটি ট্রেনে করে কয়েকশ অভিবাসীকে রাজধানী বুদাপেস্টের পশ্চিমে বিকস্কি শহরে নিয়ে যাওয়া হয়। শহরটিতে একটি শরণার্থি শিবির রয়েছে। তবে এসব অভিবাসী শরণার্থি শিবিরে নয় বরং জার্মানি ও অস্ট্রিয়া যাওয়ার জন্য ট্রেনটিতে উঠেছিলেন।

 

১৬ ও ১৭ শতকে প্রায় দেড়শ বছর হাঙ্গেরির অটোম্যান সাম্রাজ্যের শাসনাধীনে থাকার ঘটনার উল্লেখ করে ওরবান বলেন, ‘এ পরিস্থিতি আমাদের পছন্দীয় নয়।’

 

সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের ঠেকাতে হাঙ্গেরি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মানের স্বপক্ষেও যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

অভিবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে এখানে আসবেন না...এটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনাদের গ্রহণ করা হবে আমরা তার নিশ্চয়তা দিতে পারছি না। ’

 

ওরবান বলেন, ‘ আমরা হাঙ্গেরিয়ানরা অনেক ভয়ের মধ্যে আছি। ইউরোপের লোকজন অনেক ভয়ের মধ্যে আছে। কারণ তারা দেখছে প্রধানমন্ত্রীরাসহ ইউরোপীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম নন।’

   

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৫/শাহেদ