আন্তর্জাতিক

ইয়েমেনে বিয়ে বাড়িতে বিমান হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে একটি বিয়ে বাড়িতে বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৮ জন। বুধবার হুতি বিদ্রোহীদের দখলে থাকা ধামার প্রদেশের সানবান শহরে এ হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

 

হামলার ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন জোট।

 

রাজধানী সানা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সানবান শহরটি।

 

স্থানীয় বাসিন্দা তাহা আল জুবা বলেন, ‘ জোটের বিমানগুলো হামলা চালিয়েছে।  বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হামলার আগে যুদ্ধবিমান আসার শব্দ পাওয়া গিয়েছিল।’

 

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বিয়েরে অনুষ্ঠানে হামলা চালায় জোট বাহিনী। গত মাসে লোহিত সাগর উপকূলে বন্দরনগরী আল-মোখার কাছে বিয়ে বাড়িতে চালানো বিমান হামলায় অন্তত ১৩১ জন নিহত হয়েছিল।

 

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে রাজধানী সানা দখল  করে হুতি বিদ্রোহীরা। গত মার্চে এডেন থেকে পালিয়ে সৌদি আরব চলে যান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর হাদি। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

 

সূত্র: আল জাজিরা

     

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৫/শাহেদ