আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করল হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইউরোপে যেতে ইচ্ছুক শরণার্থীদের প্রবেশ রোধে ক্রোয়েশিয়াসংলগ্ন সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি।

 

শুক্রবার রাতে এটি বন্ধ করে দেওয়া হয়। গ্রিস অভিমুখী শরণার্থীদের ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেয় হাঙ্গেরি। এ নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় গতকাল রাতে দেশটি ক্রোয়েশিয়াসংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয়।

 

হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলতান কভাকস অবশ্য বলেছেন, সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও দুটি ফাঁড়ি দিয়ে বৈধভাবে শরণার্থীরা সে দেশে ঢুকতে পারবেন। যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের জন্য বেরেমেন্ড ও লেতেনজে ফাঁড়ি খোলা রাখা হয়েছে।

 

হাঙ্গেরির এই ঘোষণার পর ক্রোয়েশিয়া বলেছে, শরণার্থীরা স্লোভেনিয়া দিয়ে যেতে পারবে।বিবিসির এক খবরে বলা হয়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিতার সিজিয়ার্তো বলেন, তারা জানেন সমস্যা সমাধানে এটি সঠিক পথ নয়। কিন্তু এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৫/ইভা/এএন