আন্তর্জাতিক

শ্রমিকের ছেলে মাইক্রোসফটে কোটি টাকার চাকুরে

আন্তর্জাতিক ডেস্ক : ঢালাই শ্রমিকের ছেলে এখন মাইক্রোসফটের কোটি টাকার চাকুরে। বাবার অল্প আয়ে অভাব-অনটন লেগে থাকা সংসারে এখন স্বচ্ছলতার হওয়া বইছে।

 

ভারতের বিহার প্রদেশের খাগারিয়া শহরে এক ঢালাই শ্রমিকের ছেলে বতসল্য চৌহান তথ্যপ্রযুক্তির বহুজাতিক প্রতিষ্ঠান মাইক্রোসফটে চাকরি পেয়েছেন। বছরে তিনি প্রায় দেড় কোটি টাকা বেতন পাবেন।

 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খগড়পুরের কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায় বতসল্য চৌহানকে গত ডিসেম্বর মাসে চাকরির জন্য বাছাই করে মাইক্রোসফট। সেদিনই তার ভাগ্যের চাকা ৩৬০ ডিগ্রিতে ঘুরে যায়।

 

মাইক্রোসফটে চাকরির পরীক্ষা খুব কঠিন এবং জটিল। দীর্ঘসময় একটানা পরীক্ষা হয়। সেদিনের সেই স্মৃতি বতসল্যের কাছে এখনো তরতাজা। তিনি বলেন, আমার মনে পড়ছে সেদিন পরীক্ষা শুরু হয়েছিল ভোর ৪টায়। তার আগের দিন লিখিত পরীক্ষা দিতে হয়েছিল, যা গভীর রাত পর্যন্ত চলেছিল। পরীক্ষার সময় আমি চোখের পলক ফেলার সময় পর্যন্ত পাইনি।

 

চাকরির জন্য নির্বাচিত হলেও বতসল্য চলতি বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের রেডমন্ডে মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন।

 

বতসল্যের বাবা চন্দ্রকান্ত সিং এবং মা রেনু দেবী। বতসল্যের ছোট বোন মেডিক্যাল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বতসল্য জীবন সংগ্রামে জয়ের বন্দরে নোঙর করেছে। এই খবরে শুধু বিহার নয়, ভারতজুড়ে ‘ধন্য ধন্য পড়ে গেছে’।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

     

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ