আন্তর্জাতিক

আসাদ বিভ্রান্ত করছে, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : ‘সমগ্র সিরিয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে সরকারি বাহিনীর দখলে চলে আসা সময়ের ব্যাপার মাত্র’প্রেসিডেন্ট বাশার আল আসাদের এ বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’বলেছে যুক্তরাষ্ট্র।

 

যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার করে আসাদ বলেছিলেন, আঞ্চলিক ‘খেলোয়ার’গুলো লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার অর্থ হচ্ছে, সমাধানের পথকে আরো দীর্ঘায়িত করা এবং এর জন্য অনেক বেশি মূল্য দিতে হবে।

 

শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘সংকট শুরু হওয়ার পর থেকেই আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল আলোচনা ও রাজনৈতিকভাবেই এর সমাধান করা যাবে। তবে আলোচনার অর্থ এই নয় যে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ই বন্ধ করে দেব।’

 

আসাদ বলেন, ‘দুটি বিষয় সিরিয়াতে অনিবার্য হয়ে উঠেছে। প্রথম আলোচনা এবং দ্বিতীয়ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা।’

 

আসাদ এমন সময় এ জাতীয় মন্তব্য করলেন যখন বিশ্বের পরাশক্তিগুলো ‘যুক্তবিরতি’ কার্যকর করতে এবং সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে একমত হয়েছে।

 

আসদের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র এক প্রতিক্রিয়ায় বলেছে শুক্রবারের ওই সাক্ষাৎকারে আসাদ শান্তি আলোচনাকে তাচ্ছিল্য করেছে। যুক্তরাষ্ট্রের ডেপুটি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার বলেন, সিরিয়ার বর্তমান অবস্থায় সামরিক সমাধানের কথা বলে আসাদ আসলে বিভ্রান্ত করছে।

 

‘সব কিছুই আমরা পর্যবেক্ষণ করছি। সিরিয়ার সরকার যদি অব্যাহতভাবে যুদ্ধ চালিয়ে যায় তাহলে আরো রক্ত ঝরবে; বিরোধীগোষ্ঠীগুলো এবং তাদের মিত্রপক্ষগুলো আরো কঠোর অবস্থান নেবে।’

 

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/রহমান