আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে টোকিওতে শত শত ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড়ে ভারি বৃষ্টি এবং প্রবল ঝড়ো হাওয়ার কারণে টোকিওতে শত শত ফ্লাইট স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী টোকিও থেকে দক্ষিণে ৮০ কিলোমিটার দূরে তাতেয়ামা শহরে ঘূর্ণিঝড় মিন্দুল আঘাত হানে।

 

ঘূর্ণিঝড়টি ১৮০ কিলোমিটার বেগে শুরু হয়ে ক্রমেই দুর্বল হয়ে উত্তরে টোকিওর দিকে ধাবিত হয়। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছেন কর্মকর্তারা।

 

আবহাওয়া অফিস সতর্ক বার্তায় জানিয়েছে, ‘উত্তাল ঢেউ, শক্তিশালী বাতাস, নদী উপচে প্লাবিত হওয়া, শহরের নিম্নাঞ্চলে বন্যা এবং ভূমিধসের বিষয়ে টোকিওর বাসিন্দরা সতর্ক থাকুন।’

 

সরকারিভাবে হতাহতের তথ্য নিশ্চিত করা না হলেও স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এরইমধ্যে দুজন মারা গেছে।

 

ঘূর্ণিঝড়ের কারণে বিমান কোম্পানিগুলো ৪০০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে অধিকাংশ ফ্লাইট টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া অথবা সেখানে অবতরণের কথা। বিকেলে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

জাপান এয়ারলাইনস জানিয়েছে, তারা ১৮৫টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। নিপ্পন এয়ারওয়েজ বাতিল করেছে ১১২টি ফ্লাইট।

 

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও এলাকায় কমিউটার ট্রেন সার্ভিস স্বাভাবিক রয়েছে।

 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৬/রাসেল পারভেজ