আন্তর্জাতিক

বাড়ির ওপর আঁছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের ফনিক্সে একটি বাড়ি ওপর আঁছড়ে পড়ে একটি ছোট বিমান।

 

সুখবর হলো- বিমানটির সব আরোহী এবং বাড়িতে থাকা দুজন, সবাই বেঁচে গেছেন। একজন পাইলট ও চারজন স্কাইডাইভার ছিলেন বিমানে। আঁছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগেই তারা বিমান থেকে ঝাঁপ দিতে সক্ষম হন।

 

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার ফনিক্সের গিলবার্টের ওই বাড়ির ওপর বিমানটি পড়ার পর বিস্ফোরণ হয় এবং বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি পড়ার আগেই পাঁচ আরোহী ঝাঁপ দেন। তা ছাড়া বাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি কোনো আঘাত পাননি।

 

পাইলটের শরীর কিছুটা দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে স্কাইডাইভাররা কেউ আহত হননি।

 

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ‘শাসনতন্ত্র মেলা’-তে অংশ নিতে যাচ্ছিলেন স্কাইডাইভাররা। প্রতিবছর যুক্তরাষ্ট্র ‘শাসনতন্ত্র বা সংবিধান মেলা’ করে থাকে। এর উদ্দেশ্য, জনগণকে সংবিধান সম্পর্কে সচেতন করা এবং সংবিধানের আলোকে সরকার পরিচালনার প্রয়াস জারি রাখা। এ মেলাতে জাঁকজমকপূর্ণ সামরিক প্রদর্শনী হয়।  

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৬/রাসেল পারভেজ