আন্তর্জাতিক

নতুন কমান্ডো বাহিনী গঠনের ঘোষণা সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : নতুন কমান্ডো বাহিনীর গঠনের ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারপন্থি সেনাবাহিনী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ে কমান্ডো বাহিনীতে অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের এতে যোগ দিতে আহ্বান করা হয়েছে। আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সামরিক বাহিনী ‘ফিফথ কর্পস’ নতুন কমান্ডো বাহিনী গঠনের ঘোষণা দেয়। তবে এটি নিশ্চিত করা হয়নি, তাদের কোথায় মোতায়েন করা হবে। ছয় বছর ধরে যুদ্ধ করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী। এ সময়ে অসংখ্য বেসামরিক লোককে সেনাসদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া বিদেশি সেনাদের ওপর নির্ভর করতে হয়েছে তাদের। তবে ছয় বছরে সংখ্যায় ও ক্ষমতায় শক্তিশালী হয়েছে এ বাহিনী। মঙ্গলবার ইরান দাবি করেছে, ২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইরানের ১ হাজার সেনা নিহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, নতুন কমান্ডো বাহিনী মূল বাহিনীর পাশাপাশি অভিযান পরিচালনা করবে। বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো ও বাশার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা বিদেশি বাহিনীর বিরুদ্ধেও তারা অভিযান চালাবে। সিরিয়া গৃহযুদ্ধ আরো ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। সম্প্রতি বিদ্রোহীনিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে হামলা তীব্র করেছে সরকারি বাহিনী।  

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৬/রাসেল পারভেজ