আন্তর্জাতিক

পিত্তথলিতে ১২ হাজার পাথর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা ৪৬ বছরের বিনোদ শর্মার পিত্তথলির অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে উঠেছিল চিকিৎসকদের। সিটি স্ক্যানে দেখা গেল, পিত্তথলি জুড়ে এমন ভারী কিছু জমিয়ে বসেছিল যে পিত্তথলি আকারে দ্বিগুণ হয়ে ঝুলে পড়েছিল। তবে ভারী ওই বস্তুটি আর কিছুই নয়, প্রায় ১২ হাজার ছোট ছোট পাথর। এগুলির কোনোটির আকৃতি ডিম্বাকার তো কোনোটি গোলাকৃতি। টানা তিন দিন ধরে গোনার পর জানা গেল, পাথরের সংখ্যা ১১ হাজার ৮১৬!

 

বছর দুয়েক ধরেই অসম্ভব পেটের ব্যথায় কাতরাচ্ছিলেন বিনোদ শর্মা। অনেক চিকিৎসক দেখিয়েও পেটের ব্যথার কোনও সুরাহা হয়নি। শেষে মথুরার সাওয়াই মান সিংহ হাসপাতালের চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। কী কারণে পেটের ব্যথা তা জানতে প্রায় সমস্ত রকম পরীক্ষাই করানো হয়। সিটি স্ক্যানে পিত্তথলির অস্বাভাকিতা ধরা পড়ে। আকারে দ্বিগুণ হয়ে ঝুলে পড়েছিল সেটি। অস্ত্রোপচার করার পর দেখা যায় পিত্তথলির অস্বাভাবিকতার কারণ আসলে ২ থেকে ২.৫ মিলিমিটারের ১১ হাজারেরও অধিক গলস্টোন। একটি ১০ সেন্টিমিটারের পিত্তথলির মধ্যে এক সঙ্গে এতগুলো পাথরের উপস্থিতি এর আগে দেখা যায়নি। কীভাবে এ রকম হল তা জানতে ল্যাবরেটরিতে ওই পাথরের নমুনা পাঠানো হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/শাহেদ