আন্তর্জাতিক

বুলগেরিয়ায় ট্রেন উল্টে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী একটি মাল ট্রেন লাইন থেকে উল্টে পড়ে বিস্ফোরিত হলে বুলগেরিয়ায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়।

 

বুলগেরিয়ার প্রচার মাধ্যমের খবরে বলা হয়, আগুনে পুড়ে যাওয়ায় ২২ জনের চিকিৎসা করা হচ্ছে হাসপাতালে। এ ছাড়া আরো কয়েকজনের চিকিৎসা করা হয়। তারা বিভিন্নভাবে আহত হন।

 

বুলগেরিয়ার প্রচার মাধ্যমগুলো বলছে, হিটরিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

দমকলকর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, তখন আহত লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছিল।

 

বুলগেরিয়ার নোভা টেলিভিশন জানায়, উল্টে পড়ে ট্রেনটি বিষ্ফোরিত হলে আশপাশের কমপক্ষে ২০ ভবন ক্ষতিগ্রস্ত হয়।

 

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বইকো বরিসভ দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, দুর্ঘটনায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।

 

বেশকিছু মানুষের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। এসব লোককে রক্ত দেওয়ার জন্য তিনি স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান।

 

হিটরিনোর মোট অধিবাসীর সংখ্যা প্রায় ৮০০। বুলগেরিয়ার উত্তরপুর্বাঞ্চলে গ্রামটি কৃষ্ণসাগর থেকে ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/টিআর/সাইফ