আন্তর্জাতিক

বরফ হোটেলে বরফের বিছানা!

এসএস জামিল : ভাবুন তো একবার, পুরো হোটেলই সম্পূর্ণভাবে বরফ আচ্ছাদিত৷ শুধু তাই নয়, বরফ দিয়েই হোটেলের কাঠামো তৈরি।

 

ডাইনিং টেবিল, টিভি টেবিল, শোকেস, বিছানা পর্যন্ত সব বরফের ওপরে। হোটেলের নামও আইস হোটেল। খোলা থাকে বছরে ৩৬৫ দিনই। আলোচিত এই হোটেলটি সুইডেনে অবস্থিত।

 

১৯৮৯ সালে স্থাপিত হোটেলটি মেরু অঞ্চলের বাসিন্দাদের বাড়ি ইগলুর মতো৷ নতুন সৌর চালিত কুলিং প্রযুক্তি দিয়ে গরমের সময় তৈরি করে বরফ, তা দিয়েই বরফ হোটেলের সব ঠিক রাখে কর্তৃপক্ষ। এই হোটেলটি ফাইভ স্টার হোটেলের চেয়ে কোনো অংশ কম নয়। বার, আর্ট গ্যালারি সবই আছে। আরো আছে বিলাসবহুল ১০টি স্যুট।

সুইডেনের এই হোটেলটি আর্কটিক সার্কেলের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ইতিমধ্যেই পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

 

বসন্তকালে কীভাবে এই হোটেল ঠিক থাকে জানতে চাইলে কর্তৃপক্ষ জানিয়েছে, সেসময় নদী থেকে তুলে আনা হয় ৫০০০ টন বরফ৷ সেই বরফই আবার হোটেল ঠিক রাখতে সহায়তা করে৷ সারা বছর খোলা থাকায় এবং অভিনব হওয়ায় হোটেলটি ব্যবসাও করছে দারুণ।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/এসএ