আন্তর্জাতিক

২২ মিলিয়ন ডলারে চীনের সিল বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ শতকের চীনের রাজকীয় একটি সিল নিলামে ২২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। 

 

সেখানকার ড্রআউট অকশন হাউজ জানায়, গতকাল প্যারিসে উত্তপ্ত নিলাম যুদ্ধ শেষে এক চীনা সংগ্রাহক এটি কিনে নেন। ২০ বারেরও বেশি সময় এর দাম ডাকা হয়েছে।

 

হাতের তালুর আকৃতির এই সিল লাল ও সাদা রংয়ের খনিজ শিলা দিয়ে তৈরি। চীনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা সম্রাট কিয়ানলংয়ের সময়ের সিল এটি।

 

২০১১ সালে নিলামে বিক্রি হওয়া এর আগের রেকর্ড সৃষ্টিকারী সিলের দাম ছিল ১৪ মিলিয়ন মার্কিন ডলার।

     

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসম্বের ২০১৬/এসএন