আন্তর্জাতিক

চলতি বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র : আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, চলতি বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক ঐতিহাসিক প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি এ কথা বলেছেন ।

 

ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পশ্চিম তীরের রামাল্লা শহরে এক অনুষ্ঠানে শনিবার  এ মন্তব্য করেন তিনি।

 

আব্বাস বলেন, ইসরায়েলের বসতি নির্মাণ অবৈধ এবং সম্প্রতি এ বিষয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

 

এর মাধ্যমে আব্বাস গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়ে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাবের প্রতি ইঙ্গিত করেন । এই প্রস্তাবে ইসরায়েলের বসতি নির্মাণ তৎপরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

 

অধিকৃত ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, অবৈধ বসতি নির্মাণের তৎপরতা থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। পাশাপাশি অধিকৃত ভূমিতে ফিলিস্তিনি জনসংখ্যা পরিবর্তন ঘটানোর তৎপরতা থেকেও তেল আবিবকে বিরত থাকতে হবে।

 

এসময় তিনি বলেন, ২০১৭ সাল হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বছর।

   

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৭/শাহেদ