আন্তর্জাতিক

ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন যুদ্ধজাহাজের সতর্কতা গুলি

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীর কাছে ইরানের চারটি যুদ্ধজাহাজকে সতর্ক করতে মার্কিন নৌবাহিনীর এক জাহাজ থেকে গুলি ছোড়া হয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রোববার ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর চারটি নৌযান ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মাঝখানে হরমুজ প্রণালীতে অত্যন্ত দ্রুত গতিতে ইউএসএস মাহানের দিকে অগ্রসর হচ্ছিল। ইউএসএস মাহান থেকে রেডিও বার্তায় ইরানি নৌযানগুলির গতি কমাতে বলা হচ্ছিল। এছাড়া তাদের পরিচয় নিশ্চিতে প্রশ্নও করা হচ্ছিল। তবে ইরানি নৌযানগুলোর পক্ষ থেকে কোনো জবাব দেয়া হয়নি। মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে সতর্কতা হিসেবে ধোঁয়ার গুলি ছোঁড়া হয়। এরপরই ইউএসএস মাহান থেকে সতর্কতা হিসেবে গুলি ছোঁড়া হয়। ওই কর্মকর্তারা আরো জানান, ইরানি নৌযানগুলি ইউএস মাহানের ৮০০ মিটারের মধ্যে চলে এসেছিল। অবশ্য মার্কিন সেনাবাহিনীর দুটি নৌযান তাদের প্রহরায় ছিল। এ ব্যাপারে ইরানের নৌবাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রানজিশন টিমের বক্তব্য পাওয়া যায়নি।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৬/শাহেদ