আন্তর্জাতিক

নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন বছর পর সাগরতলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের অনুসন্ধান কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার চীন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ত্রিদেশীয় তদন্ত কমিটি এ ঘোষণা দিয়েছে। ২০১৪ সালের ৮ মার্চ বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় এমএইচ৩৭০। যাত্রীদের অধিকাংশই ছিলেন চীনা নাগরিক। তিন বছরের চেষ্টাতেও বিমানটির কোনো খোঁজ না পাওয়ার এ ঘটনাকে বিমান শিল্পের  সবচেয়ে বড় রহস্য হিসেবে বলা হচ্ছে। ত্রিদেশীয় প্রতিবেদনে বলা হয়েছে,‘ আজ সর্বশেষ অনুসন্ধানী যান পানির নিচের সম্ভাব্য নিখোঁজ এলাকা থেকে চলে এসেছে। দক্ষিণ ভারত মহাসাগরের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের মধ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ এর খোঁজ পাওয়া যায়নি।’ এতে আরো বলা হয়েছে, ‘ স্ব স্ব ক্ষেত্রে সেরা এমন উচ্চপ্রশিক্ষিত পেশাদারদের পরামর্শে সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করেও দুখঃজনকভাবে অনুসন্ধানী দল নিখোঁজ বিমানটির সন্ধান পায়নি। পানির নিচে অনুসন্ধান বাতিলের এই সিদ্ধান্ত হালকাভাবে কিংবা দুঃখজনক হৃদয় ছাড়া নেয়া হয়নি।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/শাহেদ