আন্তর্জাতিক

মালিতে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক : মালিতে একটি সেনা ঘাঁটির কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণের শহর গাওতে বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় সকাল ৯টায় এ ঘটনা ঘটেছে বলে রয়টার্সের স্থানীয় প্রতিবেদক জানিয়েছেন। ঘটনাস্থলে মৃতদেহগুলোর পাশে পড়েছিল আহতরাও। পরে দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গাও শহরের বাসিন্দা কাদের তৌরি বলেছেন, ‘এটা বীভৎস। সেনারা যখন সমাবেশ হচ্ছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে। আমি মাত্র হাসপাতাল থেকে এসেছি। সেখানে দেহের বিচ্ছিন্ন অংশ এবং মৃতদেহ স্তুপ হয়ে আছে। মালির সেনাবাহিনী প্রথমে নিহতের সংখ্যা ২৫ জানিয়েছিল। তবে জাতিসংঘের শান্তিরক্ষী  বাহিনী জানিয়েছে, কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো লি রুক্স বলেছেন, মালিতে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সফরের মাত্র একদিন আগে এই বিস্ফোরণ বড় ধরণের হামলার ইঙ্গিত দিচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/শাহেদ