আন্তর্জাতিক

হাসপাতালে বুশ সিনিয়র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিউস্টনভিত্তিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বুধবার এ তথ্য জানিয়েছে। দ্য হিউস্টন ক্রনিক্যাল ও কেএইচও টেলিভিশন বুধবার সকালে জানিয়েছে, বুশের কার্যালয়ের চিফ অব স্টাফ জিন বেকার এ খবর নিশ্চিত করেছেন। বেকার জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্টকে সম্প্রতি হিউস্টন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।  ৯২ বছর বয়সী বুশ কোন রোগে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই জানাননি তিনি। তবে দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে, আগামী দুএকদিনের মধ্যে বুশকে বাসায় পাঠানো হতে পারে। এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে চার বছর ছিলেন তিনি। ২০১৫ সালে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুশ সিনিয়র। মেইনিতে গ্রীষ্মকালীন বাড়ির সিড়ি থেকে পড়ে গিয়ে তখন তার ঘাড়ের একটি হাড় ভেঙ্গে গিয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/শাহেদ