আন্তর্জাতিক

ইরানে আগুন নেভাতে গিয়ে ৩০ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে একটি সুউচ্চ ভবন আগুন নেভাতে গিয়ে ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ১৭ তলা ভবনটির নবম তলায় বৃহস্পতিবার সকালে আগুন ধরে যায়। পরে তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছুই জানা যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, আগুন নেভাতে ২ শতাধিক কর্মী কাজ করছে। ভবনটির পাশেই তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। এই ভবনগুলি থেকে লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে। ১৯৬০ সালে ইরানের ইহুদি ব্যবসায়ী হাবিব এলঘানিয়ান ভবনটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে এটিই ছিল ইরানের সর্বোচ্চ ভবন। সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনটির ধ্বংসাবশেষের নিচে ৫০ থেকে ১০০ জন লোক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিনির্বাপক বাহিনীর মুখপাত্র জালাল মালেকিয়ান জানিয়েছেন, ভবনটিতে আগে থেকেই নিরাপত্তাজনিত ত্রুটি ছিল। ভবন কর্তৃপক্ষ এর আগে বহুবার বিষয়টি জানানো হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/শাহেদ