আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা এখনই নয়

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়টি এখনই ঘোষণা করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সেন স্পাইসার বলেছেন, তেল আবিব থেকে দূতাবাস স্থানান্তরের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থণ ব্যক্ত করেছিলেন। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিব থেকে রাজধানী জেরুজালেমে স্থানান্তরের প্রস্তাব তুললে তাতেও সমর্থণ দেন ট্রাম্প। এর সমর্থণের অংশ হিসেবে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি। রোববার রাতে হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি সেন স্পাইসার বলেছেন, দূতাবাস স্থানান্তরের বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু শিগগিরই এ নিয়ে ঘোষণা আসার কোনো সম্ভাবনা নেই। এদিকে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পদক্ষেপ নেয়া হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি নেতারা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, রাজধানী স্থানান্তর করা হলে এর  পরিণতি হবে ভয়াবহ। রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/শাহেদ