আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলার ও আচরণ করার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন মুখপাত্র হুয়া চুনইং। মুখপাত্র বলেছেন, দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের ওপর চীনের অকাট্য সার্বভৌমত্ব রয়েছে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন প্রত্যয় ব্যক্ত করে বলেছে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমার কোনো এলাকার অধিগ্রহণ থেকে চীনকে বিরত রাখবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র মুখপাত্র সেইন স্পাইসার বলেছেন, ‘যদি দ্বীপগুলো সত্যি সত্যি আন্তর্জাতিক জলসীমায় হয়ে থাকে এবং যথাযথভাবে চীনের মালিকানা না থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা এক দেশের দখলমুক্ত করে সেখানে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করব।’ হোয়াইট হাউজের এ বক্তব্যের প্রতিক্রিয়া চীনা মুখপাত্র বলেন, ‘দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়।’ তিনি বলেন, বিতর্কিত জলসীমার ‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় চীন প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ পরিচালনা ও এর ওপর দিয়ে বিমান  চালনার স্বাধীনতায় বিশ্বাসী চীন।’ দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের অবস্থান বৈধ দাবি করে তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের পদক্ষেপ আইনগতভাবে বৈধ।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/শাহেদ