আন্তর্জাতিক

ফুসফুস ছাড়া ৬ দিন

আন্তর্জাতিক ডেস্ক : ফুসফুস ছাড়া ছয় দিন বেঁচে ছিলেন এক নারী। মোটেও গালগল্প নয়, চিকিৎসাবিজ্ঞান এই অসম্ভবকে সম্ভব করেছে। ছয় দিন যে একেবারে ফুসফুস ছিল না, তা বলা ভুল হবে। এ সময়ে কৃত্রিম ফুসফুসের জোরে শ্বাস-প্রশাস্ব নিয়ে বেঁচে ছিলেন ওই নারী। এই যে কৃত্রিম ফুসফুস দিয়ে বাঁচিয়ে রাখা, এখানেই বিজ্ঞানের জয়। ঘটনাটি গত বছরের। বিবিসি অনলাইনে ভিডিওসহ ২৮ জানুয়ারি সংক্ষিপ্ত খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফুসফুস প্রতিস্থাপনের জন্য ওই নারীর অকোজো ফুসফুস অপসারণ করা হয় এবং ছোট্ট একটি কৃত্রিম ফুসফুস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়। কানাডায় বসবাসকারী মেলিসা বেনোয়িট নামে ২০ বছর বয়সি ওই নারীর ফুসফুসে ক্ষত ও সিস্ট ধরা পড়ে। এতে তার জীবন হুমকির মুখে পড়ে। প্রবল শ্বাসকষ্ট দেখা দেয়। বাঁচার জন্য ফুসফুস প্রতিস্থাপন জরুরি হয়ে পড়ে বেনোয়িটের। চিকিৎসকরা বেনোয়িটকে জানান, অকেজোটা সরিয়ে কৃত্রিম ফুসফুস লাগিয়ে আরেকটি মানব ফুসফুস তার শরীরে প্রতিস্থাপনের সময় তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবু ‘বাঁচ অথবা মরো’ নীতি নিলেন বেনোয়িট। তবে শেষ পর্যন্ত সফল হলেন চিকিৎসকরা। এখন সুস্থ আছেন বেনোয়িট। ভিডিও  লিংক :

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ