আন্তর্জাতিক

ট্রাম্পের হাতে স্ট্যাচু অব লিবার্টির কাটা মাথা!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে স্ট্যাচু অব লিবার্টির কাটা মাথার কল্পিত ছবি প্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল। কার্টুনের মতো ইলাস্ট্রেশনের মাধ্যমে তৈরি ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের এক হাতে রক্তমাখা ছুরি। অন্য হাতে স্ট্যাচু অব লির্বাটির কাটা মাথা, যা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে। এর ক্যাপশনে বলা হয়েছে : ‘আমেরিকা ফার্স্ট’। ট্রাম্পের অভিষেকের উপজীব্য ছিল আমেরিকা ফার্স্ট (সবার আগে আমেরিকা)। ম্যাগাজিনের প্রচ্ছদশিল্পী এডেল রড্রিগেজ কিউবার নাগরিক। তিনি ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে আসেন। ওয়াশিংটন পোস্টকে রড্রিগেজ বলেন, ‘এটি গণতন্ত্রের শিরশ্ছেদ, এটি পবিত্র একটি প্রতীকের শিরশ্ছেদ।’ এর মাধ্যমে ট্রাম্পের নীতির প্রতিফলন ঘটনানো হয়েছে। শনিবার প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়ে টুইটার, ইন্টারনেট, জার্মানি ও আন্তর্জাতিক অঙ্গনে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচ্ছদসম্পর্কিত বিতর্ক গুরুত্ব পেয়েছে। জার্মানি’স ফ্রি ডেমোক্র্যাটস পার্টির সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট এই প্রচ্ছদকে ‘বিস্বাদ’ বলে অভিহিত করেছেন। জার্মানির নীতি নিয়ে ট্রাম্প ও তার সহযোগীদের আক্রমাণাত্মক বক্তব্যের পর ডার স্পিগেল এমন প্রচ্ছদ করেছে। জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে জার্মানির নীতির সমালোচনা করে গত মাসে ট্রাম্প বলেছিলেন, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ‘বিপর্যয়কর ভুল’ করেছেন। চলতি সপ্তাহে ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা অভিযোগ তুলেছেন, ‘অবমূল্যায়িত ইউরো’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সহযোগীদের কাছ থেকে সুবিধা নিচ্ছে জার্মানি। ম্যাগাজিন প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে বার্লিনে মার্কিন দূতাবাস থেকে কেউ কোনো মন্তব্য করতে চাননি। রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ