আন্তর্জাতিক

আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে এ পরীক্ষা চালানো হয় এবং তা জাপান সাগরের প্রায় ৫০০ কিলোমিটার পূর্ব দিকে গেছে বলে জানান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। তবে জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইওশিহিডে সুগা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের সীমানার পানির মধ্যে পড়েনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানাবে টোকিও। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যে উত্তর কোরিয়া থেকে চালানো হয়েছে সে বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত হয়েছে।  এদিকে এ বিষয়ে উত্তর কোরিয়ার কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

       

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/এসএন/এএন