আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সৌদি নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয় এ স্থগিতাদেশ দিয়েছে বলে বুধবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশে বার্ড ফ্লু’র বিস্তারের তথ্য প্রকাশ করে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। ওই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ থেকে ডিম ও মুরগি আমদানিতে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলো সৌদি আরব । দেশটির পশুসম্পদ ও সংশ্লিষ্ট সংস্থাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই) ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে গত মাসে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ঢাকার বাইরে ধামরাইয়ে একটি মুরগি খামারে বার্ড ফ্লুর প্রথম ঘটনাটি ধরা পড়ে। ওই খামারে ফ্লু আক্রান্ত হয়ে ৭৩২টি মুরগি মারা গেছে। অপর ঘটনাটি ধরা পড়ে রাজশাহীতে। সেখানে ভাইরাস আক্রান্ত হয়ে প্রায় ৪৫০টি মুরগি মারা গেছে। রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ