আন্তর্জাতিক

গণমাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সংবাদ সম্মেলনেই সে দেশের গণমাধ্যমের ওপর তার ক্ষোভ উগরে দিলেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং নিজের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগ ইস্যুতে বৃহস্পতিবার ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ওপর আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। পূর্বসূরিদের কারণে দেশে ও বিদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সত্যিকারার্থে উত্তরাধিকার সূত্রে আমি বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছি। এটা বিশৃঙ্খল পরিস্থিতি। দেশে ও বিদেশে বিশৃঙ্খল অবস্থা।’ গণমাধ্যম ভুল সংবাদ পরিবেশন করছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমি টিভি ও সংবাদপত্র খুললেই দেখতে পাই কেবল বিশৃঙ্খলা নিয়ে সংবাদ।  তবে পরিস্থিতি এর পুরোই বিপরীত। আমার মন্ত্রিসভা পুরোপুরি অনুমোদন না পাওয়ার পরও প্রশাসন সেট করা নিখুঁত যন্ত্রের মতোই চলছে।’ রাশিয়ার সঙ্গে আইনবর্হিভূতভাবে যোগাযোগের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্লিন অসাধারণ মানুষ। রাশিয়ার কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করে সে কোনো ভুল করেনি। তবে সংবাদমাধ্যম তার সঙ্গে অন্যায় আচরণ করেছে। রাশিয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে যে সব সংবাদ প্রকাশিত হচ্ছে সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি নিজের বিষয়ে আপনাদেরকে বলতে পারি, রাশিয়ায় আমার কিছুই নেই। রাশিয়ায় আমার নেওয়া কোনো ঋণ নাই। রাশিয়ার সঙ্গে আমার কোনো চুক্তি নাই। নির্বাচনে বিজয়ের পর প্রেসিডেন্ট পুতিন ফোন করে চমৎকারভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। পরে তিনি আমার শপথ অনুষ্ঠানে ফোন করে আরো চমৎকারভাবে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বের অনেক নেতাই এমনটা করেছেন।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ