আন্তর্জাতিক

সিরিয়ার সরকার ও বিরোধীরা আবারও আলোচনার টেবিলে

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের রাজধানী আস্তানায় আবার আলোচনা শুরু করেছেন সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিরা।  ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বৃহস্পতিবার এ আলোচনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনায় বসার আগে এই বৈঠক হলো। আস্তানার দ্বিতীয় এই বৈঠককে জেনেভা বৈঠকের ওয়ার্ম-আপ হিসেবে দেখা হচ্ছে। এ বৈঠকে দুপক্ষের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা কম। তবে সবার অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সিরিয়া সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি সমর্থিত জয়শুল ইসলাম বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা মুহাম্মাদ আলুশ। আস্তানা আলোচনায় মূলতঃ জোর দেওয়া হবে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির ওপর। গত ৩০ ডিসেম্বর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আল-আরিদি জানিয়েছেন, তারা প্রথমবারের বৈঠকের তুলনায় এবার ছোট প্রতিনিধিদল পাঠিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ