আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের দুটি এলাকাকে দুর্ভিক্ষপীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সুদানের সরকার ও জাতিসংঘের তিনটি সংস্থা এ ঘোষণা দিয়েছে। গত ছয় বছরের মধ্যে এই প্রথম বিশ্বের কোনো অঞ্চলেকে দুর্ভিক্ষপীড়িত হিসেবে ঘোষণা করা হলো। দুর্ভিক্ষের কারণ হিসেবে দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করা হচ্ছে। বর্তমানে ইউনিটি রাজ্যের দুটি জেলার প্রায় এক লাখ লোক খাদ্য সংকটে ভুগছে বলে দক্ষিণ সুদানের সরকার ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফও এবং শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফসহ ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, দক্ষিণ সুদানের ৪০ শতাংশেরও বেশি জনগণ অর্থাৎ প্রায় ৪৯ লাখ লোকের দ্রুত খাদ্য সহায়তা প্রয়োজন। সুদানে ইউনিসেফের শীর্ষ কর্মকর্তা জেরেমি হপকিন্স বলেছেন, ‘যদি দ্রুত খাদ্য সহায়তা না পৌঁছানো যায়, তাহলে অনেক শিশু মারা যাবে।’ তিনি জানান, আড়াই লাখেরও বেশি শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে। এর মানে, এসব শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ