আন্তর্জাতিক

পাকিস্তানে আদালতে গোলাগুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের চারসাদা জেলা আদালতে মঙ্গলবার জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে  ৭ জন নিহত ও ২০ জন আহত হয়। আদালতের এক কর্মকর্তা সোহেল খালিদ হতাহতের কথা নিশ্চিত করে বলেন, তিনজন আত্মঘাতী হামলাকারী আদালতের তহসিল কাচারিতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশের গুলিতে দুজন নিহত হন। অপরজন নিহত হন নিজের শরীরে বাঁধা বিষ্ফোরকের বিষ্ফোরণে। ‘একজন আত্মঘাতী হামলাকারী আদালত ভবনের গেটে নিজের শরীরে বাঁধা বিষ্ফোরকের বিষ্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন,’ বলেন ওই কর্মকর্তা, ‘আর দু’জন নিহত হন পুলিশের গুলিতে।’ হামলার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে এসে পৌঁছান। তারা বোমা নিস্ক্রিয়কারী একটি ইউনিটকে সাথে নিয়ে আসেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি জানান, আদালতের গেটে বোমাটি বিষ্ফোরিত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশে গোলাগুলির শব্দ শোনা যায়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেই সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পেশাওয়ার এবং চরসাদার হাসপাতাল ও ক্লিনিকগুলো সতর্ক রয়েছে। লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক ও সেবিকারাও সতর্কাবস্থায় রয়েছেন। জিও টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে পিটিআইয়ের সদস্য শওকত ইউসুফজাই বলেন, ‘জঙ্গিদের সবাই এসেছেন মোহাম্মদ এজেন্সি থেকে। পাশের খাইবার পাখতুন খোয়ার নিরাপত্তা রক্ষীরা সতর্ক রয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর/শাহনেওয়াজ