আন্তর্জাতিক

ব্রিটেনে ‘বোমা ঝড়’

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুই বৃদ্ধ। ডরিস নামের ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ মাইল।প্রচণ্ডতার কারণে একে ‘বোমা ঝড়’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুরের আগে ওলভারহ্যাম্পটন সিটি সেন্টারে মার্কস অ্যান্ড স্পেন্সারের শোরুমের কাছে গুরুতর আহত হন  এক নারী। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া সকালে শ্রপশায়ারে সকালে চলন্ত গাড়ির ওপর একটি গাছ উপড়ে পড়লে ৭০ ও ৮০ বছরের দুই অবসরভোগী ঘাড়ে আঘাত পান। তাদের অবস্থা গুরুতর। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর আড়াই ঘন্টারও কম সময়ের মধ্যে হতাহত ও ক্ষয়ক্ষতির ১০টি সংবাদ পাওয়া গেছে।  পুরলে এলাকায় গাড়ির ওপর গাছ পড়ে যাওয়ায় এক নারী আহত হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার জন্য শহরের ভেতরে চলাচলরত ট্রেনগুলির গতি কমিয়ে চালাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রিটেনে আঘাত হানে ডরিস। উত্তর-পশ্চিম ওয়েলসের চ্যাপেল কিউরিং এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৯৪ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পরে ঝড়টি পূর্ব দিকে সরে যায়। আয়ারল্যান্ডের ৫৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের কারণে মহাসড়কগুলোতে তুষার জমে যাওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ডের এম-৮০ মহাসড়কের উভয়পাশ তুষারের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। রাতে তুষারপাতের মাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ