আন্তর্জাতিক

দুতের্তের কড়া সমালোচককে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ‘মাদকবিরোধী লড়াইয়ের’ কড়া সমালোচক সিনেটর লেইলা ডি লিমারকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার লেইলা ডি লিমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল । তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার আজীবন কারাদণ্ড হতে পারে। পেশায় আইনজীবী লেইলা ডি লিমার গত এক দশক ধরে দুতের্তেকে  ফিলিপাইনে ‘ডেথ স্কোয়াড’ নামের এক খুনি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট করার চেষ্টা চালিয়ে আসছেন। মঙ্গলবার তিনি দুতের্তেকে ‘সিরিয়াল কিলার’ আখ্যায়িত করে তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার ম্যানিলার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর লেইলা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার পালানোর কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা নেই কোথাও লুকানোরও। আমি আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মোকাবিলা করব।’ তিনি বলেন, ‘সত্য বের হয়ে আসবে এবং আমি ন্যায়বিচার পাব। আমি নিরাপরাধ।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ