আন্তর্জাতিক

সিন্ধুতে পানি সংকট

আন্তর্জাতিক ডেস্ক : সিন্ধু প্রদেশের সবখানে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, প্রদেশটির কোনোখানে লোকজনকে খবার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রদেশটির পানি কমিশন এ কথা জানায়। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে সিন্ধু হাইকোর্টের বিচারপতিদের নিয়ে কমিশন গঠন করা হয় গত বছর ডিসেম্বরে। এর নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি ইকবাল কালহরো। খাবার পানি সরবরাহ করতে কর্তৃপক্ষের ব্যার্থতার কারণ বিস্তারিতভাবে খতিয়ে দেখাই হবে কমিশনের কাজ। সেই সঙ্গে পয়ঃনিস্কাষণের সুযোগ সুবিধা ও লোকজনের স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার বিষয়টিও খতিয়ে দেখবে কমিশন। গত দুই মাস ধরে কমিশন কয়েক দফা বৈঠক করে। সেই সঙ্গে জড়িপ কাজও চালায়। সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে কমিশন প্রদেশটির পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষণ ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরে। এক্ষেত্রে প্রদেশিক কর্তৃপক্ষের অব্যবস্থা, অযোগ্যতা ও তাদের গাফিলতার কথাও বলা হয় রিপোর্টে। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর