আন্তর্জাতিক

উত্তর কোরিয়া থেকে মালয়েশীয়দের বের হতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া থেকে মালয়েশীয়দের বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে বিবদমান উত্তেজনার ফসল হলো এই নিষেধাজ্ঞা। এর আগে কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তাদের দূতাবাস ত্যাগ না করতে নির্দেশ দেয় মালয়েশিয়া। এর জবাবে উত্তর কোরিয়ায় অবস্থানকারী মালয়েশিয়ার নাগরিকদের আটকে দিল দেশটি। মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় যখন মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। মালয়েশিয়া পুলিশের ধারণা, ন্যামের হত্যায় উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা জড়িত আছেন। এ নিয়ে মালয়েশিয়ার তদন্তের ঘোষণায় কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। গত মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় মুখে বিষাক্ত ভিএক্স রাসায়নিক পদার্থ ছিটিয়ে হত্যা করা হয় ন্যামকে। উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের কঠোর সমালোচক ছিলেন ন্যাম। কিমের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ ছিলেন তিনি। শাসন ক্ষমতার উত্তরাধিকার নিয়েও দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের মধ্যে। ন্যামের হত্যায় সরাসরি উত্তর কোরিয়া জড়িত- মালয়েশিয়া এমনটি না বললেও আশঙ্কা করা হচ্ছে, এর নেপথ্যে দেশটির সরকার রয়েছে। তবে উত্তর কোরিয়া এই আশঙ্কা উড়িয়ে দিয়ে মালয়েশিয়ার তদন্তের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, তদন্ত ভুল খাতে প্রবাহিত করছে মালয়েশিয়া। ন্যামের মরদেহ চাইলে পারিবারিক পরিচয়ের ডিএনএ পরীক্ষা ছাড়া উত্তর কোরিয়াকে তার মৃতদেহ দেওয়া হবে না বলে জানিয়ে দেয় মালয়েশিয়া। ন্যামের মরদেহ এখন মালয়েশিয়ার একটি মর্গে রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এদিকে, দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি টালমাটাল পর্যায়ে পৌঁছে গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জবাবে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। এখন নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা পরিস্থিতি কোথায় নিয়ে দাঁড়, তা-ই দেখার বিষয়।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন