আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একসঙ্গে চারটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পরে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কথা জানাল যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে টার্মিনাল হাই-অলটিটিউট এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) মোতায়েন করছে মার্কিন প্রশাসন। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। আগে থেকে পরিকল্পিত যুক্তরাষ্ট্রের থাড মোতায়েনে উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং এই অঞ্চলের অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, সোমবার থেকে থাড মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র থেকে কিছু যন্ত্রাংশ আনা হয়, যা সিউলের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। কোরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ ব্যবহার উপযোগী হবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার টুঁটি চেপে ধরার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে দেওয়া হবে না তাদের। তিনি জোর দিয়ে বলেছিলেন, এ ধরনের কিছুই হবে না। থাড কী?

টার্মিনাল হাই-অলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমকে সংক্ষেপে থাড বলা হয়। ফ্লাইটের টার্মিনাল ফেজে থাকা অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম থাড। হিট-টু-কিল প্রযুক্তি ব্যবহার করে ধেয়ে আসা পরমাণু ওয়ারহেডকে গতিশত্তির মাধ্যমে ধ্বংস করতে পারে এটি। এর পাল্লা ২০০ কিলোমিটার এবং ১৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার্যকরী। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা রুখতে গুয়াম ও হাওয়াই দ্বীপে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র।  

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন