আন্তর্জাতিক

২০১৯ নির্বাচনে মোদিই ফেভারিট : মার্কিন বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা দাবি করেছেন, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে নির্বাচনে ব্যাপক জয়ের পর ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ফেভারিট। একজন বিশেষজ্ঞ বলছেন, সম্প্রতি পাঁচ বিধানসভার নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। আরেকজন পূর্বাভাস দিয়েছেন, ২০১৯ সালের পরও ভারতের নেতৃত্ব দেবেন মোদি। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়াবলি বিভাগের সহকারী অধ্যাপক অ্যাডাম জিগফেল্ড বলেছেন, ‘বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখা যায়নি। উত্তর প্রদেশের বিধানসভার ফলাফল থেকে দেখা যাচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিচ্ছিন্ন ঘটনা ছিল না।’ তিনি বলেন, ‘(উত্তর প্রদেশে) বিজেপির জন্য এটি একটি বিশাল জয়। আগের জয়ী দুই দল কংগ্রেস ও সমাজবাদী পার্টির চেয়ে বিজেপির প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন।’ আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফেলো সদানন্দ ধুমে বলেছেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে মোদি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনিই ফেভারিট।’ তিনি আরো বলেন, ‘মোদিই হলেন এগিয়ে থাকা নেতা।’ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওয়ালশ স্কুল অব ফরেন সার্ভিসের অধ্যাপক ইরফান নুরউদ্দিন ভবিষ্যদ্বাণী করেছেন, ‘বিজেপি সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং মোদির নেতৃত্ব জোট সরকার গঠিত হবে।’ তিনি আরো বলেন, ‘বিজেপি রাজ্য থেকে রাজ্যে শৃঙ্খলিত নির্বাচনী প্রচার চালাতে সক্ষম হচ্ছে, যা বিরোধীরা পারছে না।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৭/রাসেল পারভেজ