আন্তর্জাতিক

চলে গেলেন রক অ্যান্ড রোল কিংবদন্তি চাক বেরি

আন্তর্জাতিক ডেস্ক : সবাইকে ছেড়ে চলে গেলেন রক অ্যান্ড রোল কিংবদন্তি, বিশ্বনন্দিত সংগীতশিল্পী চাক বেরি। যুক্তরাষ্ট্রের মিজৌরি পুলিশ চাক বেরির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৯০ বছর। সেন্ট চার্লস কাউন্টি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যাহ্নের খাবারের সময় নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় চাক বেরিকে। এরপর দুপুর ১টা ২৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। সাত দশকের সংগীত জীবনে তার বহু গান হিট হয়েছে। পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি ও সম্মান। রোল ওভার বেথোভেন ও জনি বি. গুডে ক্ল্যাসিকসহ তার অসংখ্য গান কোটি কোটি শ্রোতা-ভক্তের হৃদয় ছুঁয়ে গেছে। ১৯৮৪ সালে জার্মানিতে আজীবন সম্মাননা পান চাক বেরি। তিনি প্রথম রক অ্যান্ড রোল হল অব ফেম সম্মানে ভূষিত হন। চাক বেরির পুরো নাম চার্লস অ্যাডওয়ার্ড অ্যান্ডারসন বেরি জুনিয়র। তবে সংগীতের এই কিংবদন্তি বিশ্বজুড়ে চাক বেরি নামেই পরিচিত। চাক বেরির মৃত্যুর খবরে বিশ্ব সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিটলস, রোলিংস্টন, মটনসহ জনপ্রিয় ব্যান্ডদল তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। তথ্যসূত্র : বিবিসি অনলাইন। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন