আন্তর্জাতিক

মসুলের ওল্ড সিটিতে হামলা চালাচ্ছে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে ওল্ড সিটিতে হেলিকপ্টার ও রকেট হামলা চালাতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। রোববার কৌশলগতভাবে গুরুত্বপূর্ন আল-নুরি মসজিদের কাছাকাছি অবস্থান নিতে সক্ষম হয়েছে স্থল সেনা ইউনিট। ফেডারেল পুলিশের মুখপাত্র বলেছেন, ‘বাজে আবহাওয়ার কারণে অভিযান স্থগিতের পর ফেডারেল পুলিশ ও র‌্যাপিড রেসপন্স ইউনিটের সেনারা পুনরায় অগ্রসর হওয়া শুরু করেছে।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের রেলস্টেশনের কাছ থেকে ওল্ড সিটির দিকে পায়ে হেটে ফেডারেল পুলিশ রওনা দিয়েছে। পুলিশ কমান্ডার জেনারেল খালিদ আল ওবায়দি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ওল্ড সিটির দিকে অগ্রসর হচ্ছি। তাদের (আইএস যোদ্ধা) প্রতিরক্ষা দুর্বল হতে শুরু করেছে। তারা প্রায়ই গাড়িবোমা ব্যবহার করছে, যার মানে হচ্ছে, তারা নিজেদের দখলকৃত এলাকা হারাতে শুরু করেছে।’ যুদ্ধক্ষেত্রে থাকা সাংবাদিকরা প্রায় তিনশ মিটার দূরে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাতে দেখেছেন। সেখানে আকাশে চক্কররত হেলিকপ্টার থেকে রকেট হামলা চালাতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে, আইএসবিরোধী অভিযান যতো জোরদার হচ্ছে, বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যাও ততো বাড়ছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। পেছনে ধ্বংসস্তুপ রয়েছে স্থানীয়দের অনেকেই পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে। অনেকেই জানিয়েছেন, স্থানীয় দাতব্য সংস্থাগুলোর কাছে থাকা ত্রাণ শেষ হয়ে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরে অনেকের খাবার জুটছে না। এক বাসিন্দা বলেছেন, ‘এটা খুবই ভয়াবহ, ইসলামিক স্টেট আমাদের ধ্বংস করে ফেলেছে। কোনো খাবার, রুটি নেই। সেখানে কিছুই নেই।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/শাহেদ