আন্তর্জাতিক

তিন বছর আগে ডুবে যাওয়া ফেরি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর আগে ৪৭৬ জন আরোহী নিয়ে সাগরে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৪ সালের ১৬ এপ্রিল জিন্দো দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৩০৪ জন নিহত হয়। এদের মধ্যে ২৫০ জনই ছিল স্কুল শিক্ষার্থী। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ফেরি বিপর্যয়ের ঘটনা। ফেরিটি গত বছরই উদ্ধার করার কথা ছিল। তবে বাজে আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। দক্ষিণ কোরিয়ার সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রের তলদেশে ডুবন্ত ফেরির অবস্থান বরাবর সমুদ্রপৃষ্ঠের উপরের দুই পাশে দুটি বার্জ বসানো হয়। পরে ইস্পাতের তারের মাধ্যমে ফেরিটিকে ওপরে টেনে তোলা হয়।  আট থেকে সাড়ে আট হাজার টন ওজনের ফেরিটি টেনে তুলতে কাজ করেছে প্রায় সাড়ে চারশ শ্রমিক। ফেরিটি বন্দর পর্যন্ত টেনে নিয়ে আসতে প্রায় দুই সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ডুবে যাওয়ার পর নিখোঁজ ৯ জনের লাশ এখনো নিমজ্জিত ফেরির ভেতর আটকা পড়ে আছে বলে অনেকের বিশ্বাস। আর এ কারণে ফেরিটি উদ্ধারের জোর দাবি ছিলো নিখোঁজ ব্যক্তিদের পরিবারের। রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/শাহেদ