আন্তর্জাতিক

মাসুদ একাই হামলা চালিয়েছিল : লন্ডন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : হোতা খালিদ মাসুদ একাই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তারা আরো জানায়, এ হামলার পর আরো হামলা হতে পারে এমন কোনো তথ্য ব্রিটিশ পুলিশের কাছে নেই। লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্টেন্ট কমিশনার নেইল বসু বলেন, ‘আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে, এই সম্ভাবনা রয়ে গেছে যে, সে (হামলাকারী) কেন এ কাজ করেছে তা আমরা কোনো দিন জানতে পারব না।’ তিনি আরো বলেন, ‘যদি খালিদ মাসুদ একাই হামলার প্রস্তুতি নিয়ে থাকে, তবুও সে কেন এই ঘৃণ্য কাজটি করল তা আমাদের পরিষ্কার হতে হবে। লন্ডনবাসী এবং এই নিষ্ঠুরতায় যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের কাছে তুলে ধরার জন্যই তা করতে হবে।’ নেইল বসু বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, মাসুদ একাই সন্ত্রাসী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, নাকি অন্য কেউ তাকে উৎসাহ, সমর্থন কিংবা নির্দেশনা দিয়েছে। যদি ঘটনার পেছনে পরের কারণটি থাকে, তাহলে উৎসাহদানকারীরা বিচারের সম্মুখীন হবে।’ মাসুদকে যারা চেনে তাদেরকে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান নেইল বসু। গত বুধবার হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে গাড়ি নিয়ে হামলা চালায় খালিদ মাসুদ। ওই হামলার ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হয়। আহত হয় ৫০ জন। হামলাকারী ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় কয়েকজন পথচারীকে চাপা দেয়। পরে তার গাড়িটি হাউস অব কমন্সের সীমানাঘেঁষা রেলিংয়ে আঘাত হানে। হামলাকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়। এ ছাড়া, সে গুলি ছোড়ে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। নিহত পুলিশ সদস্য কেথ পামারের পরিবার বলেছে, সাহসিকতার জন্য পামারকে মানুষ স্মরণে রাখবে। এদিকে, গোয়েন্দারা নিশ্চিত করেছেন যে, হামলার ঘটনার স্থায়িত্ব ছিল মাত্র ৮২ সেকেন্ড।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/সাইফুল