আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভানলি গ্রেপ্তার হয়েছেন। রাজধানী মস্কোয় দুর্নীতিবিরোধী বিক্ষোভ আয়োজন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে। নাভানলিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির সমানে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচার চালানোর জন্য সুপরিচিত নাভানলি। ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন তিনি। একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভøাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নাভানলি। তবে এই মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গ্রেপ্তার হওয়ার পর এক টুইটে নাভানলি তার অনুসারীদের কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন। টুইটে তিনি বলেন, বন্ধুরা, ‘আমি ভালো আছি। আমাকে বের করার জন্য লড়াই করার প্রয়োজন নেই। ভার্স্কায়ায় (মস্কোর প্রধান রাস্তা) পদযাত্রা চালিয়ে যাও। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের আজকের উপজীব্য।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/রাসেল পারভেজ