আন্তর্জাতিক

সিরিয়ান বিদ্রোহীদের দখলে আইএসের বিমানঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তাবকা বিমানঘাঁটির দখল নিয়েছে। তথাকথিত জঙ্গিগোষ্ঠী আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাকা থেকে ৪৫ কিলোমিটার উত্তরে এই বিমানঘাঁটি। রোববার উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধারা ঘাঁটিটির দখল নেয়। এটি তাদের প্রথম বড় ধরনের বিজয়। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ঘাঁটি দখলে নেওয়ার এই ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসডিএফের বিজয়ের খবরটি নিশ্চিত করেছে। আইএস জঙ্গিরা ২০১৪ সালের আগস্টে সিরিয়ার সরকারি বাহিনীকে হটিয়ে তাবকা বিমানঘাঁটির দখল নেয়। এর কিছু দিনের মধ্যে তারা ওই ঘাঁটিতে থাকা সিরীয় সরকারের প্রায় ২০০ সেনাকে হত্যা করে। হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এদিকে, এসডিএফ ফোর্স তাবকা বাঁধ দখলেরও চেষ্টা করছে, যা বর্তমানে আইএসের দখলে আছে। আইএসের সদস্যরা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বাঁধটি বন্ধ হয়ে গেছে। এর কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, রাকাকে নীরবে নিঃশেষ করা হচ্ছে।  কারণ, রাকার অধিবাসীদের শহর ছাড়তে নির্দেশ দিয়েছে আইএস। তবে বিবিসি তাদের খবরে জানায় বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। তারা ওই এলকায় মাইকিং করে সাধারণ জনগণকে শহর ছাড়তে না করেছেন। তাদের দাবি বাঁধের কোনও ক্ষতি হয়নি। তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/নাঈম/রাসেল পারভেজ