আন্তর্জাতিক

সূর্য নমস্কার ও নামাজে মিল রয়েছে : আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : সূর্য নমস্কার ও নামাজের মধ্যে মিল থাকার কথা বলে বিতর্কের সৃষ্টি করলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বুধবার লখনৌতে যোগ মহোৎসব অনুষ্ঠানে সূর্য নমস্কার ও নামাজের মধ্যে যোগসূত্র থাকার কথা বলেন তিনি। আদিত্যনাথ বলেন, ‘সূর্য নমস্কারের আসনের ভঙ্গি, মুদ্রা, প্রণায়ামের কৌশলের সঙ্গে নামাজ পড়ার ভঙ্গির মিল আছে। কিন্তু কিছু লোক সূর্য নমস্কারে ধর্মের রং লাগায়।’ তিনি বলেন, ‘সূর্য নমস্কার আর নামাজে মিল থাকলেও এতোদিন কেউ তা মেলানোর চেষ্টা করেনি। কারণ, ক্ষমতাসীনরা কেউ যোগ ব্যায়ামে আগ্রহী ছিলেন না। তারা ভোগে আগ্রহী ছিলেন। যারা বিভাজন করেন, তারা মানুষকে একজোট করতে পারবেন না। যোগেও তাদের বিশ্বাস থাকা সম্ভব নয়।’ ২০১৫ সালের জুনে কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্যোগে যোগ ব্যায়াম কর্মসূচিতে অংশ নিতে মুসলিমরা আপত্তি জানায়।  ওই সময় আদিত্যনাথ বলেছিলেন, যারা সূর্য নমস্কারের বিরোধিতা করছেন তাদের সাগরে ডুবে মরা উচিত।  আদিত্যনাথের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা ও পার্লামেন্ট সদস্য সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘বিতর্ক তৈরি করতেই যোগীকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। তিনি সমাজের পক্ষে ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন।’ উত্তর প্রদেশে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) মুখপাত্র সাইয়্যেদ অসিম ওয়াকার বলেছেন, ‘সূর্য নমস্কার ও নামাজে মিল থাকলে, কাল থেকে যোগীই নামাজ পড়ুন। সকলকে যোগ ব্যায়াম করতে বলছেন কেন?’ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকি বলেন, ‘সূর্য নমস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থহীন। মুসলমানরা সর্বশক্তিমান আল্লাহ্ ছাড়া অন্য কারও উদ্দেশে প্রার্থনা করে না।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/শাহেদ