আন্তর্জাতিক

স্টকহোম হামলা: লরিতে পাওয়া গেল সন্দেহজনক ডিভাইস

আবীর রায়হান : স্টকহোমের ডিপার্টমেন্টাল স্টোরে লরি ঢুকিয়ে দেওয়ার ঘটনায় জব্দকৃত লরিতে একটি সন্দেহজনক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে সুইডেনের পুলিশ। জাতীয় পুলিশ কমিশনার বলেন ড্যান এলিয়াসন জানিয়েছেন, গাড়িটির চালকের আসনের ওপর ডিভাইসটি পাওয়া গেছে। তবে এটি বোমা কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।  আটককৃত সন্দেহভাজন হামলাকারী উজবেকিস্তানের নাগরিক। তার বয়স ৩৯ বছর। জাতীয় নিরাপত্তা অ্যান্ডার্স থর্নবার্গ বলেছেন, ওই ব্যক্তি সম্পর্কে গোয়েন্দারা আগে থেকে জানত। তবে সে কানো তদন্তের আওতায় ছিল না। অন্যদিকে ড্যান এলিয়াসন জানান, ওই ব্যক্তি হামলায় জড়িত, এতে তাদের কোনো সন্দেহ নেই।  সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লফভেন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, সুইডেন একটি মুক্ত ও গণতান্ত্রিক দেশ। এটি তেমনই থাকবে।  গত শুক্রবার স্টকহোমের কুইন স্ট্রিটের আহলেন্স ডিপার্টমেন্টাল স্টোরে একটা ছিনতাই করা লরি ঢুকিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসী। এতে চারজন নিহত হন, আহত হন ১০ জন। সূত্র : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৭/আবীর