আন্তর্জাতিক

২০১৮ সালে আফ্রিকার ৩ দেশে প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের তিন দেশ ঘানা, কেনিয়া ও মালাউয়িতে ২০১৮ সাল থেকে প্রথমবারের মতো ম্যালেরিয়া ভ্যাসকিন দেওয়া হবে। মশার কাড়মে সংক্রমিত হওয়া ম্যালেরিয়া প্যারাসাইটের বিরুদ্ধে শরীরে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে আরটিএস,এস ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই ভ্যাকসিন নিশ্চিত করতে পারলে দেশ তিনটির হাজার হাজার জীবন বাঁচানো সম্ভব হবে। তবে এখনো এটি নিশ্চিত নয়, বিশ্বের দরিদ্রতম এই অঞ্চলে এই ভ্যাকসিনের ব্যবহার সঠিকভাবে করা সম্ভব হবে কি না। কারণ, চারবার এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমবার দেওয়ার পর প্রতিমাসে দুইবার এবং চতুর্থবার দেওয়া হয় ১৮  মাস পর। ব্যাপকভাবে নিয়ন্ত্রিত পদ্ধতি ও সুষ্ঠু ক্লিনিক্যাল ব্যবস্থার মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু বাস্তবিক পক্ষে দেশ তিনটির যেসব অঞ্চলে স্বাস্থ্যসেবা সীমিত সেখানে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যে কারণে তিন দেশে পাইলট কর্মসূচি চালাচ্ছে ডব্লিউএইচও। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ