আন্তর্জাতিক

ধর্ষকদের রক্ষা পাওয়ার আইন বাতিল করল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষকদের সাজা এড়ানোর আইনটি বাতিল করল জর্ডান। এই আইনানুযায়ী ধর্ষক ধর্ষিতাকে বিয়ে করে আইনি শাস্তি এড়াতে পারত। রোববার জর্ডানের মন্ত্রিসভা সংবিধানের ৩০৮ অনুচ্ছেদটি রদ ঘোষণা করে। এই আইনে ধর্ষকরা ধর্ষিতাকে অন্তত তিন বছরের জন্য বিয়ে করলে তাদের জেল থেকে অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছিল। অবশ্য গত বছর আইনটিতে সংশোধন করা হয় এবং বলা হয়, বিয়ের ক্ষেত্রে ধর্ষিতার বয়স ১৫ থেকে ১৮ বছর হতে হবে। আইনটির সমর্থকরা বলেছেন, এতে ভুক্তভোগীদের সম্মান ও মর্যাদা রক্ষা পায়। কিন্তু বছরের পর বছর নারী অধিকারকর্মী, মুসলিম ও খ্রিষ্টান ধর্মবিশেষজ্ঞ এবং অন্যান্যরা এর বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন। গত ফেব্রুয়ারিতে একটি রাজকীয় পরিষদের পক্ষ থেকে সম্পূর্ণ আইনটি তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিতর্কিত এই আইন রধের ঘোষণার প্রতিক্রিয়ায় নারী অধিকারকর্মী লাইলা নাফা জর্ডান টাইসকে বলেন, তাদের স্বপ্নসত্যি হলো। যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একই ধরনের আইন বহাল তবিয়তে বর্তমান রয়েছে। এই মূহূর্তে লেবানীয় নারীরা তাদের বিয়ের পোশাক ঝুঁলিয়ে রাখছেন বৈরুতের বিখ্যাত সৈকতজুড়ে। তাদের দাবি, লেবাননে ধর্ষকদের রেহাই দেওয়ার যে আইনটি আছে তা বাতিল করতে হবে। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ