আন্তর্জাতিক

সিরিয়া হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে যুক্তরাজ্যও!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সিরিয়া হামলায় যোগ দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ করলে তা এড়ানো কঠিন হবে যুক্তরাজ্যের। অন্যদিকে, লেবার দলীয় নেতা জেরেমি করবিন সিরিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপের পক্ষপাতী। বোমাবর্ষণ ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন তিনি। যদিও তার উপ-প্রধান টম ওয়াটসন সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রশংসা করেন। লিবারেল-ডেমোক্রেটিক দলপ্রধান টিম ফ্যারন বলেন, সরকারে থাকে কনজার্ভেটিভদের ট্রাম্প-আনুগত্য ভীতিকর। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ফ্যালন বলেছিলেন, তারা সিরিয়ায় হামলা চালাবেন না। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির মুখপাত্র অ্যালেক্স স্যামন্ড বলেন, ব্রিটিশ সংসদের অনুমোদন ছাড়া সরকার এ ধরনের পদক্ষেপ নিতে পারে না।  এ ছাড়া ২০১৩ সালে ক্যামেরন সরকারের একই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে হাউজ অব কমন্স। যুক্তরাজ্য ইতিমধ্যে সিরিয়ায় হামলা চালাচ্ছে, কিন্তু তা শুধু আইএসবিরোধী হামলাতেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের হামলার অংশ তা।  তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/আবীর/রাসেল পারভেজ