আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরণের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তবে সমস্যার সমাধানে তিনি কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিবেন। গত শনিবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে শেষ পর্যন্ত আমাদের বড় ধরণের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।’ তবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান। তিনি ও তার প্রশাসন পূর্বসূরী প্রেসিডেন্টদের মতোই উত্তর কোরিয়ার কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা কূটনৈতিকভাবে এর সমাধান করতে চাই। তবে এটা বেশ কঠিন।’ ৪২ মিনিটের সাক্ষাৎকারে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন। বুধবার দেশটিতে পাঠানো থাডের জন্য সিউলকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার গুনতে হবে বলে জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/শাহেদ