আন্তর্জাতিক

সৌদি আরব ন্যায্য আচরণ করছে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রকে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদ ন্যায্য আচরণ করছে না। গত শনিবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে সৌদি আরব ও ইসরায়েল সফরের বিষয়ে তার প্রশাসনের কর্মকর্তারা কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, ‘খোলাখুলিভাবে বলছি, সৌদি আরব আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করছে না। কারণ সৌদি আরবের সুরক্ষায় আমরদের প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘কেউ সৌদি আরবের সঙ্গে যুদ্ধ করবে না। কারন আমরা তাদের দিকে লক্ষ্য রাখছি।’ গত বছর নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প একই ধরণের কথা বলেছিলেন। ওই সময় ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব তাদের সুরক্ষা দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ন্যায্য অর্থ দিচ্ছে না। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/শাহেদ